বর্তমানে খুবই জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো PHP! এটি ওয়েব ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ মূলত দুই প্রকার, ডেস্কটপ প্রোগ্রামিং আর ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । পিএইচপি হল ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। পিএইচপি যেকোনো অপারেটিং সিস্টেমে চলে। যেমন উইন্ডোজ, লিনাক্স ইত্যাদি।
ক্যারিয়ার হিসেবে PHP’র এখন বেশ চাহিদা রয়েছে। যারা নিজেকে ওয়েব ডেভেলপার হিসেবে দেখতে চান, তারা খুব সহজে অল্প সময়ে একজন PHP ডেভেলপার হতে পারেন। বর্তমানে PHP’র ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে অন্যতম লারাভেল(Laravel) এর কথা না বললেই নয় এর ব্যবহার ও চাহিদার ব্যাপকতা; ক্যারিয়ারে পিএইচপির সুনিশ্চিত ভবিষ্যতের কথা মনে করিয়ে দেয়।
৳ 18,000
আইটি ইন্ডাস্ট্রির জন্য দক্ষ জনশক্তি তৈরিতে পন্ডিত স্পন্সরশীপ প্রদান করছে। যার পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা একটি পরীক্ষায় ভালো রেজাল্টের মাধ্যমে ১০০% পর্যন্ত ফ্রি কোর্স করার সুযোগ পাচ্ছেন।
পরীক্ষার মাধ্যমে আপনি ১০০% পর্যন্ত স্পন্সরশিপ পাবেন তবে আপনাকে অবশ্যই পরীক্ষায় ৮০% মার্ক্স পেতে হবে। ১০০% স্পন্সরশীপ না পেলে পরীক্ষার রেজাল্টের উপর ভিক্তি করে ৭৫% অথবা ৫০% ডিস্কাউন্ট পাবেন ।
পিএইচপি এবং লারাভেল কেন শিখবেন?
১। পিএইচপি এবং লারাভেল এর জব মার্কেট অনেক বড়।
২। শেখার ইচ্ছা থাকলে এবং পরিশ্রম করলে খুব সহজেই শেখা যায়।
৩। এছাড়া PHP তে প্রায় হাজারের বেশী বিল্ট-ইন ফাংশন রয়েছে, যাতে করে অনেক জটিল কাজ ডেভেলাপার একটি ফাংশন ব্যবহার করেই সমাধান করতে পারে। এ সহজতার কারনে PHP খুব তাড়াতাড়ি শেখা যায়।
৪। Back End বা (সার্ভার সাইড) ওয়েব ডেভেলাপমেন্টে এর জন্য পিএইচপি অনেক আগে থেকেই বেশ জনপ্রিয়। Facebook, Yahoo, Wikipedia, Wordpress এর মতো বড় বড় প্রতিষ্টান তাদের মূল ওয়েবসাইট সহ বিভিন্ন কাজে PHP ব্যবহার করে আসছে। এছাড়া বর্তমানে ওয়েব টেকনোলজির ৭৪% জায়গা পিএইচপির দখলে রয়েছে।
৫। ক্যারিয়ার হিসেবে PHP’র এখন বেশ চাহিদা রয়েছে। যারা নিজেকে ওয়েব ডেভেলপার হিসেবে দেখতে চান, তারা খুব সহজে অল্প সময়ে একজন PHP ডেভেলপার হতে পারেন। বর্তমানে PHP’র ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে অন্যতম লারাভেল(Laravel) এর কথা না বললেই নয় এর ব্যবহার ও চাহিদার ব্যাপকতা; ক্যারিয়ারে পিএইচপির সুনিশ্চিত ভবিষ্যতের কথা মনে করিয়ে দেয়।
পন্ডিত - এ কেন ট্রেইনিং করবেন?
১। দক্ষ ট্রেইনারে মাধ্যমে শিখতে পারবেন।
২। কোর্স সম্পুর্ন করার পরে দক্ষতার ভিক্তিতে জব এর ব্যবস্থা করবে পণ্ডিত।
৩। আমাদের নিজস্ব ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ক্লাস নেয়া হয়।
৪। যা শিখানো হবে তার উপরে নিয়মিত পরীক্ষা নেয়া হবে ।
Lead Engineer at Brain Station 23 Limited
A passionate and enthusiastic Software developer who loves to learn new things.
পরিশ্রমী হতে হবে, প্রোগ্রামিং শেখার আগ্রহ থাকতে হবে।